photo

A. B. M. Khairul Haque

Former Chief Justice of Bangladesh
Date of Birth : 18 May, 1944 (Age 81)
Place of Birth : Madaripur, Bangladesh
Profession : Judge
Nationality : Bangladeshi
বিচারপতি এ. বি. এম. খায়রুল হক (A. B. M. Khairul Haque) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ, আইনজীবী এবং দেশটির ১৯-তম প্রধান বিচারপতি। তিনি বাংলা ভাষায় রায় প্রদান করে উচ্চ আদালতে বাংলা প্রচলনে ভূমিকা রাখার জন্য প্রশংসিত হয়েছেন।

জন্ম ও পারিবারিক পরিচিতি

খায়রুল হক ১৯৪৪ সালের ১৮ মে তারিখে মাদারীপুর জেলার রাজৈরে জন্মগ্রহণ করেন। তার পিতা রফিকুল হক।

শিক্ষাজীবন

খায়রুল হক আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে এলএল.বি ডিগ্রি এবং যুক্তরাজ্যের লিংকনস্‌-ইন থেকে বার-অ্যাট-ল' ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

১৯৭০ সালে জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত হওয়া খায়রুল হক হাইকোর্টে আইনজীবী হিসাবে নিবন্ধিত হন ১৯৭৬ সালে। দীর্ঘ পঁচিশ বছর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওকালতি করার পর ১৯৯৮ সালের এপ্রিলে তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান, এবং পরবর্তীকালে তিনি ২০১০ সালে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।

২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে বিচারপতি মোহাম্মদ ফজলুল করীমের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসাবে এ. বি. এম. খায়রুল হককে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০১১ সালের ১৭ মে তারিখে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।

২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

২০২৫ সালের ২৪ জুলাই সকালে তাঁকে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে সাবেক এই বিচারপতির বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে।

Quotes

Total 0 Quotes
Quotes not found.