photo

Black Anwar

Bangladeshi film actor
Date of Birth : 10 July, 1941
Date of Death : 10 November, 2007 (Aged 66)
Place of Birth : Sutrapur, Dhaka, Bangladesh
Profession : Film Actor
Nationality : Bangladeshi
ব্ল্যাক আনোয়ার (Black Anwar) বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ১৯৮৯ সালে তিনি ব্যাথার দান চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ব্যক্তিগত জীবন
ব্ল্যাক আনোয়ার ঢাকার সূত্রাপুরে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা সোনা মিয়া ছিলেন একজন অভিনয়শিল্পী। ব্ল্যাক আনোয়ার ২০০৭ সালের ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন।

কর্মজীবন
আনোয়ার সুয়োরানী দুয়োরানী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচিত্রাঙ্গনে আগমন করেন। তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল কাবুলিওয়ালা। তিনি চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেন।

উল্লেখযোগ্য কাজ
  • কেয়ামত থেকে কেয়ামত
  • অনন্তপ্রেম
  • অশান্ত ঢেউ
  • স্বাক্ষী
  • সৎ ভাই
  • সুয়োরানী দুয়োরানী (১৯৬৮)
  • জীবন থেকে নেয়া (১৯৭০)

Quotes

Total 0 Quotes
Quotes not found.