
Munni Saha
Bangladeshi television host
Date of Birth | : | 02 October, 1969 (Age 55) |
Place of Birth | : | Bikrampur, Munshiganj, Bangladesh |
Profession | : | TV Show Host |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
|
মুন্নি সাহা (Munni Saha) একজন বাংলাদেশী সাংবাদিক এবং টেলিভিশন সঞ্চালক। তিনি এটিএন নিউজ টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন।
প্রাথমিক জীবন: মুন্নী সাহা বিক্রমপুর অর্থাৎ মুন্সীগঞ্জ সদরের গোয়ালপাড়া এলাকায় জন্ম গ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে HSC পাস করে ঢাকা ইডেন কলেজ থেকে স্নাতকডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
বাংলাদেশে আধুনিক নারী সাংবাদিকতার পথিকৃৎ মুন্নী সাহা ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। উল্লেখ্য যে, এটিএন নিউজ-এর শুরু থেকেই (১৯৯৮ সালের দিকে) তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে একজন নারী সাংবাদিক হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও বলিষ্ঠ পেশাদারিত্বের মধ্য দিয়ে নিজের অবস্থান দৃঢ় করে তোলেন বাংলাদেশের জনগণের কাছে । নারী সাংবাদিকতায় তিনি অনুপ্রেরণার আইডল হয়ে ওঠেন অন্যান্য নারীদের কাছে। ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় তার সাহসী সাংবাদিকতার জন্য বিদ্রোহ অন্য দিকে মোড় নেয় ও স্থিতিশীল হয়। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ৩১ মে ২০২৩ তারিখে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। তিনি বর্তমানে ‘এক টাকার খবর’ অনলাইন পোর্টালের সম্পাদক যার অফিস কারওয়ান বাজারে।
সমালোচনা
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর, সাহাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের অক্টোবর মাসে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চেয়ে চিঠি পাঠায়। ৩০ নভেম্বর ২০২৪ তারিখে, সাহাকে ঢাকার কারওয়ান বাজারে স্থানীয় জনসাধারণ আটক করে পুলিশকে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গোয়েন্দা বিভাগের হেফাজতে পাঠায় এবং তিনি কয়েক ঘন্টা পর ছাড়া পান।
Quotes
Total 0 Quotes
Quotes not found.