#Quote
More Quotes
আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব
আজকের রাতে, আল্লাহর নাম স্মরণ করুন জিকির ও তাসবিহ পড়ুন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে বিয়ে করলো, সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করলো।” (তিরমিজি)। আলহামদুলিল্লাহ, আজ আমার ঈমানের অর্ধেক পূর্ণ হলো। প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দ্বীন মজবুত করেন এবং জান্নাতে একসাথে পুনর্মিলিত করেন। আমীন।
আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু দেবেন আবার তিনি তোমাদেরকে পুনরুত্থান করবেন। তারপরও মানুষ কেন জানি তাঁর প্রতি অকৃতজ্ঞ।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “নিশ্চয়ই প্রতিটি সমস্যার সাথে আল্লাহ সহজতা প্রদান করবেন।
যাকে ভয় করি।তার নাম হাশর।যাকে বিশ্বাস করি।তার নাম কুরআন।যার কাছে আমি ঋণী।তার নাম মা। যাঁকে নেতা মানি। তিনি হলেন রাসূল(স)।যার কাছে মাথা নতকরি।তিনি হলেন আল্লাহ!
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ নিশ্চয়ই আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না..!! (সূরা আল-ইমরান:৯)
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, প্রাণভরে উপভোগ করুন এই আনন্দঘন মুহূর্ত। একে অপরের পাশে থাকুন, ভালোবাসা ও মমতায় দিন কাটুক। আল্লাহ আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুন। ঈদ মোবারক!
আল্লাহ তা আলা অনুগ্রহ করে, তোমাকে পাঠিয়েছেন আমার জীবনে।