#Quote

আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো – আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা - মহাদেব সাহা

Facebook
Twitter
More Quotes
যেদিন থেকে মা নেই, সেদিন থেকে হাসির আড়ালে একটা শূন্যতা লুকিয়ে আছে।
আমি শুধু ভিতরের দিকে তাকিয়ে শূন্যতার গোলকের মধ্যে থাকতে ভালোবাসি।
আমার কবিতা যেন শুধু পঙক্তি না হয়, যেন সেটা কারো একাকীত্বে আশ্রয় হয়ে দাঁড়ায়।
তিনি ক্লান্ত ছিলেন, সেই ক্লান্তির সাথে যে কেবল শূন্যতা নিয়ে আসেন।
শূন্যতার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস নেই শূন্যতার শুরু আছে শেষ নেই।
এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি -মহাদেব সাহা
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় - মহাদেব সাহা
নিজের প্রিয়জনের অনুপস্থিতির শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবী ই বুঝি জনমানবহীন।
ভালোবাসা যদি কাঁটা হয়ে বুকে বিঁধে, তবুও সে কাঁটার নামই আমি ফুল রাখি।
ছলনাময়ী নারীর হাসিতে যে শূন্যতা থাকে, তা কখনো বুঝে না সে, যে সেই হাসির প্রেমে পড়ে।