#Quote
More Quotes
আল্লাহ তার বান্দাদের উপকার করতে চান, তবে বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করেন। -(আবু দাউদ)
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
আল্লাহ বান্দা সবাই সমান ধনী গরীব সমাজের তৈরি।
আর তুমি উত্তম চরিত্রের অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন — সূরা আল-আরাফ: ১৯৯
অসুস্থতার সময়ে আল্লাহর উপর ভরসা রাখো; কারণ তিনি সর্বদা সাহায্যকারী।
আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
শীতের অজু। গরমের রোজা। যৌবনের ইবাদত । -আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
হে বান্দা তুমি যদি আকাশ পরিমাণ পাপ করো তুমি একবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিব I
গরিবের উপর অত্যাচার করলে একটা কথাই মনে রেখো আল্লাহর কাছে জবাব দিতে হবে।