#Quote
More Quotes
মহান আল্লাহ যেন আমার মামার জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনি আমার মামাকে আপনার জিম্মায় রাখবেন।
কঠিন বিপদে অথবা সফলতায়, যেকোন অবস্থায় আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ্ বলাই হলো খাঁটি মুমিনের অন্যতম গুণাবলী।
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাঃ আল্লাহর রসূল আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তিনি তোমার সহায় হবেন।
আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
সূরা আলে ইমরান, আয়াত ১৩: তোমরা নিজে শান্তি পাও কারণ আল্লাহ তোমাদের সাথে রয়েছেন।
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
সত্য চাপা পড়লেও মিথ্যা টিকে না—আল্লাহর সাহায্য সত্যের পক্ষে থাকে।
যে ব্যক্তি নিজ পরিশ্রম দ্বারা জীবিকার্জন করে, ভিক্ষা দ্বারা নয় আল্লাহ তাআলা - তার প্রতি অনুগ্রহশীল। - আল হাদিস