#Quote

এমন লোকেরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থাকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।’ ( সুরা নূর ৩৭)

Facebook
Twitter
More Quotes
আল্লাহ তা’লা যেন সবার মনের আশা কবুল করে নেয়। আমিন। — জুম্মা মোবারক
নামাজ পড়ো রোজা রাখ কলমা পড় ভাই তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।
আল্লাহ তাআলা বলেন: “তোমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবার জন্য যথেষ্ট।
রোজা, নামাজ এবং বাকি সকল ইবাদতগুলো মানুষকে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তোলে
সেসব লোক, যাদের ব্যবসা- বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সে দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে’ (২৪ সংখ্যক সূরা আন নূর। আয়াত ৩৭)
সামনে আসছে রোজা হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।
যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
ঈদের পোশাক পরিধান করে ঈদের নামাজ পড়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।
ভণ্ডামির চূড়ান্ত নমুনা, “নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে” ।
পরিতাপ সে সব পরিমাণকারীদের জন্য, যারা লোকের কাছ থেকে পরিমাণে পুরোপুরিই গ্রহণ করে। কিন্তু তাদেরকে দেয়ার বেলায় পরিমাণে কম দেয়।’ (সুরা মুতাফফিফীন ১-৩)