#Quote
সাল পহেলা আসছে আবার
নববর্ষের হালখাতা
বর্ষবরণ উৎসবে তাই
মেতে উঠবে জনতা।
গাঁয়ের মাঠে বসবে আবার
বৈশাখের ঐ মেলা
ছোট্র খোকা দোলনায় চড়ে
খেলবে মজার খেলা।
খোকা-খুকি ছন্দ পায়ে
নাচবে তা ধিন’তা
খুশির স্রোতে ভেসে যাবে
দূর অতীতের চিন্তা।
বটের নিচে জমবে আবার
পান্তা খাওয়ার ধুম
বর্গাচাষি করিম চাচার
হারিয়ে গেছে ঘুম!
Facebook
Twitter
More Quotes
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। *শুভ পহেলা বৈশাখ-১৪২..* নতুন আশা নতুন প্রাণ______♥ নতুন হাসি নতুন গান_______♥ নতুন সকাল নতুন আলো___♥ নতুন দিন হোক ভালো______♥ দুঃখকে ভুলে যাই___________♥ নতুনকে স্বাগত জানাই______♥ ________শুভ নববর্ষ_________
বাজে ঢোল বাজে ঢাক ঐ এলো বৈশাখ! মেলা হবে খেলা হবে হবে কবি গান, বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ! মন নাচে প্রাণ নাচে হাসে কবি গুরু ঝড় এলে বুক কাঁপে ভয়ে দুরু দুরু!
লাল সাদা শাড়ি পরে,বৈশাখ হাসে রোদ্দুর ঘরে।
বৈশাখের মেলাতে ঘুরতে ফিরতে উঠতে বসতে ধরতে ছাড়তে, দেখি কত যুবতী হাসছে গাইছে কেনাকাটা করছে খাচ্ছে দাচ্ছে কোমড় দুলিয়ে হাটছে! লাল পাড়ে সাদা শাড়ি ছেলেদের নজর কাড়ি এ যেন রসের হাড়ি নয় কোন বাড়াবাড়ি! ছেলেরাও কম না টিএসসি রমনা সারাদিন কাটিয়ে যায় মেয়ে পটিয়ে!
রোদ ঝলমলে বৈশাখী সকাল,প্রকৃতি গায় নতুন গানের তাল।হৃদয় ভরে ওঠে নতুন স্বপ্নে,শুভ হোক নতুন বছরের সেতু রচনে।
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে মিলাক
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক তোর আগামীর দিনগুলো। শুভ নববর্ষ
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।