#Quote
More Quotes
রক্ত জবা ফুলের মত রক্তিম এক বুক ভালোবাসা নিয়ে তোমার দ্বারে এসেছিলাম অথচ তোমার চোখের গহীন কোনে এক ঝরনা দেখে ফিরেছিলাম
যেখানে আলো সেখানেই ছায়ার জন্ম, তাই অন্ধকারে হারিয়ে যেয়ো না।
ছায়া মানে অন্ধকার নয়, বরং আলোকে চেনার একটা সুযোগ।
আমি রোজ ভোরে বারান্দায় দাঁড়িয়ে ওই দূরের বট গাছের নিচে এক আবছায়া দেখতে পাই, সে যেন আমাকে ডাকে কিন্তু আমি সাড়া দিতে পারি না।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।জোৎস্না রাঙা আবছায়াতে তোমায় খুঁজি মিছে নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।আমার শিরায় রক্তের স্রোত পাঁজরে ভরা স্বাস তুমি নাটোরের বনলতা সেন আমি নীরব ইতিহাস।
চলো না একদিন হেঁটে আসি সন্ধ্যের আবছায়া আলোয়, মনে অনেক গল্প জমে আছে, মন খুলে তখন বলবো তোমায়।
যেখানে ছায়া, সেখানে তুমি; যেখানে আলো, সেখানেও তুমি।
যাও পাখি বলো হাওয়া ছলছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে কানাচ।
ছায়া জানে, কখনোই সে আলোর থেকে বড় নয়।
এক ঘর আলোছায়া মেখে বসে আছে মন স্বপ্ন থেকে বোধে উত্তরণ একটি নিঃশব্দ জাগরণ