#Quote
More Quotes
হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন। আল্লহ ভরশা, সবার কাছে দোয়া প্রার্থী।
অসুস্থতা আমাদেরকে আল্লাহর প্রতি অধিক নির্ভরশীল হতে শেখায়।
জীবনের সব থেকে সুন্দর দুআ: ‘হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।
প্রতিটা মানুষের একটাই ভরসা,,আল্লাহ একদিন সব কিছুই ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ !
কেউ যদি অসুস্থ হয় বা ক্ষতিগ্রস্ত হয় এবং সে আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দেন।
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
আল্লাহতে বিশ্বাস রাখো, কারণ তিনি তোমার প্রভু এবং তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
আল্লাহর ওপর ভরসা করা মানুষগুলো কখনো নিরাশ হয় না I
সত্তর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে, বারিতলায় হুকুম হলো, নসূর ঝরিল ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে। - লালন
কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!