#Quote
More Quotes
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
শহর জুড়েই কৌতূহল, মৌনতা সব ভীড় বাঁকে, দুদিন ধরে পড়ছি কেবল, তোমার চোখে মির্জাকে।
সন্ধ্যার নরম আলোটা ঠিক তোমার চোখের মতো… মিষ্টি, শান্ত আর গভীর, যা মনটাকে অদ্ভুত রকম করে ভালোবেসে ফেলে।
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।
আমরা সবাই অসীম শক্তির অধিকারী কিন্তু চোখে হাত রেখে তবু আমরা মাঝে মাঝে বলি চারিদিকটা কি অন্ধকার
দিগন্ত পেরিয়ে এসে। বেহালার সুরে- এ হৃদয়ে উঠেছিলো সে। দুপায়ে, নূপুরে
আমার চোখের মৃত্যু ঘটলে জেনো আমি আর ধরাতলে নেই।