#Quote

হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।

Facebook
Twitter
More Quotes
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
তোমার শরীরের গন্ধে কৃষ্ণচূড়ার ঘ্রাণ মিশে আছে।
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে। - নির্মলেন্দু গুণ
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।