#Quote

Successful তো সেই দিন হবো যেদিন ‘পুলসিরাত’ পাড় করে ‘জান্নাতে’ যাবো।

Facebook
Twitter
More Quotes
প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা।
হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্ৰবেশ কর। - সূরা ফাজর ৮৯, আয়াত ২৭-৩০
আল্লাহ তোমার আগামীর পথ সহজ করুক, প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষিত হোক। বিদায়, দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ।
তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
এই দুনিয়াতে স্থায়ী কোন কামিয়াবী নেই, চিরস্থায়ী সফলতা হচ্ছে পরকালের উপহার জান্নাত।
রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
রাসুল (সাঃ) বলেছেনঃ যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদেরকে ভালোভাবে লালন-পালন করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন!! (তিরমিজি)
যে ব্যক্তির অন্তরে একটি দানা অহংকারও থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
হয়তো এটাই জীবনের শেষ শবে কদর! তাই দেরি না করে মন খুলে তাওবা করি, বেশি বেশি দোয়া করি এবং আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করি।
তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়।—হযরত আলী (রাঃ)