#Quote
More Quotes
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সিজদাহ সেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। –জুম্মা মোবারক
এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এড়াতে রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগে মহান রবের কাছে চাইতে হবে।
বন্ধু, দুনিয়ার বন্ধন শেষ হলেও দোয়ার বন্ধন শেষ হয় না। তোমার জন্য প্রতিটি নামাজের পরে দোয়া করি — আল্লাহ তোমাকে শান্তি দান করুন।
মনে হয় শুধু আমি,- আর শুধু তুমি আর ঐ আকাশের পউষ-নীরবতা রাত্রির নির্জনযাত্রী তারকার কানে- কানে কত কাল কহিয়াছি আধো- আধো কথা।
শবে কদর হলো এমন এক রাত, যেখানে অতীতের সমস্ত পাপ ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ রয়েছে। তাই এটিকে অবহেলা করো না। — ইমাম গাযালি
এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এড়াতে রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগে মহান রবের কাছে চাইতে হবে।
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি!থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
নতুন আশা,নতুন দিন, আজকে হল জুমার দিন লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো। — জুম্মার দিনের শুভেচ্ছা
আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই, রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন, এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন