#Quote
More Quotes
কুয়াশায় মোড়া আমার শহর! অলক্ষ্যে প্রাণ কাটছে প্রহর! চলছে জীবন চলতে যে দাও, অন্তরেতে ভালোবাসার গান গেয়ে যাও।
চাঁদের আলো পাহাড়ের নিচে অদৃশ্য হয়ে যায় পাহাড় কুয়াশায় বিলীন হয়ে যায় আর আমি কবিতায় হারিয়ে যাই।
কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে, প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ।
জমে থাকুক অনুভূতি অযত্নের আড়ালে চাপা পড়ুক দীর্ঘশ্বাস, মুচকি হাসির বেড়াজালে।
মিহি কুয়াশার মতো চলে গেল সবাই আমাকে চেনেনি কেউ। এতবার পথে আসা যাওয়ায় দেখেও কতবার দেখেনি কেউ।
জমাট হওয়া কুয়াশায় সূক্ষ্ম বৃষ্টির মতো বরফ পড়ছে
আমার শীতের সকালগুলো জানালার কাঁচের সামনে বসে কুয়াশা ঘেরা সকাল দেখতে দেখতেই কেটে যায়। কাঁচের উল্টো পাশে কুয়াশার কণা জমে থাকে, ঝাপসা করে দেয় বাইরের দৃশ্য। তাই এই ঝাপসা সকালই খুব সুন্দর বলে মনে হয়।
কুয়াশার আসনে আমরা, শীতের সাথে সাথে সাজাই মানুষের হৃদয়।ঠান্ডার মধ্যেও সেজে থাকে প্রেম। শীতের ঠাণ্ডায় আমরা পাই একতা, আরোহন করা সময়ের মাধুর্য।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে - জীবনানন্দ দাশ
ধোঁয়া এবং কুয়াশার চেয়ে কে ভাল মূল্যায়ন করতে পারে অভ্যন্তরীণ কুয়াশার আত্মীয় আত্মা?