#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
গুটিয়ে যাচ্ছি শামুকের মতো দ্রুত।স্মৃতি ও স্বপ্ন বুকের ভেতরে রেখে, খোলা চারদিক বর্মে নিয়েছি ঢেকে।
ছুঁয়ে দাও। আমি ভাসমান মগ্ন মেঘেদের মতো ঝ’রে পড়ি বৃষ্টির পালক।
কথা ছিলো, চিল-ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাবো। একদিন বট বিরিক্ষির ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা, তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায়- একদিন সুবিনয় এসে জড়িয়ে ধ’রে বোলবে: উদ্ধার পেয়েছি।
শূন্যতা ছোঁয়, অপূর্নতার বাউল রাতে কান্দে শরীর।
রক্তে প্রেম তোর, তবু তুই হোলি এতো বেশি নিসঙ্গ মানুষ!
চলে যাওয়া মানেই প্রস্থান নয় , বিচ্ছেদ নয় , চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী । চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে… ____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
কথা ছিলো, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। নদীর চুলের রেখা ধ’রে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ, কথা ছিলো, কথা ছিলো আঙুর ছোঁবো না কোনোদিন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
অতোটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছু সে চায়নি যেচে, কিছু সে পায়নি, তবু কিছু কিছু না পাওয়া ব্যথা জমেছে সঞ্চয়ে তার, যে রকম বীজধান তুলে রাখে অভিজ্ঞ কিষান সুদিন অঘ্রানে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কেউ দেখবে না, তুমি কাঁদো কবি, কাঁদো কেউ জানবে না তুমি কষ্ট পাও কবি কেউ ছোঁবে না তোমাকে, তুমি তো পাথর।