#Quote
More Quotes
যে-তোমার জন্য তৈরি হয়েছে দিন শেষে সে তোমার কাছে আসবেই ইন শা আল্লাহ শুধু-ধৈর্যের প্রয়োজন…..!!
রমজানের চাঁদ দেখা মানে আমাদের জন্য রহমতের দ্বার খুলে যাওয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই সুযোগ যেন আমরা এই রমজান মাসে কাজে লাগাতে পারি।
মুখের সুন্দর হাসি আল্লাহ প্রদত্ত, আর তোমার মুখের মিষ্টি হাসি হচ্ছে আল্লাহর তরফ থেকে গিফট।
অসুস্থ ব্যাক্তির গুনাহ সমূহ মাফ হয়। যেমন করে গাছের শুকনো পাতা ঝরে। আর সেই আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। ইন-শা-আল্লাহ তিনি আপনাকে সুস্থ করে দিবেন।
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)
কেউ পছন্দ না করলে কি যায় আসে আল্লাহ তো আমাকে পছন্দ করেই বানিয়েছে আলহামদুল্লিলাহ
আল্লাহর দিকে ফিরে আসার মাস রমজান, সকলকে রোজার এই সুবাস জানিয়ে দিয়ে শুরু!
শবে বরাত – ভালোবাসার রাত। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করুন।
আল্লাহ তার বান্দাদের উপকার করতে চান, তবে বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করেন। -(আবু দাউদ)
ইন্নাল্লাহা মা'আ সাবিরীন" – নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।