#Quote

More Quotes
তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো। (সূরা আলে-ইমরান: ২০০)
আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর মাধ্যমে আমাদের জানিয়েছেন।
আজকের রাতে, নেক আমলের প্রতিজ্ঞা করুন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করুন।
আল্লাহ যেন তোমার সফরকে নিরাপদ করেন এবং আবার দেখা করার তাওফিক দেন।
আল্লাহ তাআলা বলেন: “তোমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবার জন্য যথেষ্ট।
আল্লাহর জন্য ভালোবাসা দূরত্বকে কমিয়ে আনে কারণ অন্তরগুলো তাঁরই হাতে!!
আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে– বুখারী ও মুসলিম
শবে বরাত” – ঐক্য ও সংহতির রাত। সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
জীবনের কোনো গ্যারান্টি নেই। আজ যারা আমাদের সাথে আছে, কাল তাদের কবরের মাটি ঢেকে দেয়। হে আল্লাহ, সকল অকাল মৃতের কবরকে প্রশস্ত করে দাও।
إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান..!! (সূরা আল-বাকারা:২০)