More Quotes
নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। -কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাতবাসী করুন, আমিন।
মা, তোমার অনুপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা আল্লাহ তোমার প্রতি রহম করুন।
শবে বরাত” – ধৈর্য ও সহনশীলতার রাত, ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্যের জন্য প্রতীক্ষা করুন।
কেউ যদি মিথ্যা অপবাদ করে তবে তার সাথে আল্লাহ নরকে বিচ্ছিন্ন করে দিবেন। সূরা আন-নিসা ১১২
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন..!! (সূরা আল-ইমরান:৭৬)
অসুস্থতার সময়ে আল্লাহর উপর ভরসা রাখো; কারণ তিনি সর্বদা সাহায্যকারী।
দেখতে চাই স্বপ্ন,থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।
আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে। -(সুনানে তিরমিজি)
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)