#Quote

More Quotes
ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।
মেঘের দেশে স্বপ্নের উড়ান।
যেখানে ছায়া, সেখানে তুমি; যেখানে আলো, সেখানেও তুমি।
প্রেমিকের চোখে চোখ রেখে বিকেল কাটানো, জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত।
আমি তোর বিকেলের আকাশ হবো লাল গোধূলি মাখা আমি তোর হাসিতে রং ছড়াবো মুগ্ধ মোহ আঁকা ।
আমার নীলচে নীল আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে,, শুধু মেঘকে ভালোবেসে।
তোমার আমার সমান্তরাল রেখায় সৃষ্টিছাড়া ভালোবাসার মেঘ জমেছে নিতান্তই অকারণে, প্রাক্তনের শহরে তো বসন্ত প্রতিবারই নামে, তোমাকে নিয়ে না হয় ভিজে যাব শেষ শ্রাবণে।
মেঘলা দিন! তুমি কেন রোজ রোজ আসো না? তোমায় দেখার জন্য অপরিমেয় ক্ষণকাল ধরে কেন অপেক্ষা করতে হয়?
শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে, তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে
তোমার আমার সমান্তরাল রেখায় সৃষ্টিছাড়া ভালোবাসার জমেছে নিতান্তই অকারণে, প্রাক্তনের শহরে তো বসন্ত প্রতিবারই নামে, তোমাকে নিয়ে না হয় ভিজে যাব শেষ শ্রাবণে।