#Quote
More Quotes
আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তিনি তোমার সহায় হবেন।
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
শবে বরাতের এই রাতে গভীর মনোযোগ সহকারে ডাকো সৃষ্টিকর্তাকে, আর দূরে ফেলো তোমার পাপ।
আমাদের কাজ অবশ্যই হবে আমাদেরকে মুক্ত করা সমস্ত বসবাসরত সৃষ্টি এবং সমস্ত প্রকৃতি এবং এর সৌন্দর্যকে আলিঙ্গন করতে আমাদের সমবেদনার বৃত্তকে প্রসারিত করার মাধ্যমে। - আলবার্ট আইনস্টাইন
আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষজাতির প্রতি দয়াবান নয়। – সহীহ বুখারী
অকাল মৃত্যু যেন আকাশ ভেঙে পড়ার মতো। প্রিয়জনের অল্প সময়ের বিদায় হৃদয়ে আজীবন দাগ কেটে যায়। হে আল্লাহ, তুমি তাদের শান্তিতে রাখো।
পরিবারের ঝগড়া ভুলে, সবার মিলিত হয়ে সুখে শান্তিতে বসবাস করা উচিত।
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
রাসুল (সাঃ) বলেছেনঃ যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদেরকে ভালোভাবে লালন-পালন করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন!! (তিরমিজি)