#Quote

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)

Facebook
Twitter
More Quotes
নিশ্চয় আল্লাহ তায়ালা সুবিচারকারীদেরকে ভালোবাসেন।
দাদা আপনি আমার শুধু আমার দাদা ছিলেন না। আপনি আমার অবিভাবক ছিলেন। আপনাকে ছাড়া আমি কিভাবে কাটাবো আমার জীবন আমি জানি না। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন।
গুনাহের পাহাড় থাকলেও ভয় নেই এই রাতে আল্লাহ বলছেন, “এসো, আমি তোমার সব পাপ মাফ করে দেবো।” যদি আজও না ফেরো, তাহলে আর কবে ফিরবে?
মুনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।
ঘাসফুল থেকে শুরু করে মহাবিশ্ব পর্যন্ত সবই আল্লাহর সৃষ্টি, সবই নিখুঁতভাবে পরিকল্পিত।
একটি ছোট পিঁপড়েও আল্লাহর ইচ্ছায় চলে; কেউই তাঁর নিয়ন্ত্রণের বাইরে নয়।
আল্লাহর রহমতে তুই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলি বিয়ে এই কাজটায় যেন তুই সফল হস, সুখী হস, বরকত পাস।বউটাকে যেন সম্মান আর ভালোবাসায় আগলে রাখিস আল্লাহ তোমাদের জুটিকে কবুল করুন।
খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও _ আল্লাহর দরজা কখনো বন্ধ হয়না।
সূরা আতার্বা, আয়াত ২৮: আজকে মনে করে না যে, আল্লাহ তোমাদের বিপদে ফেলেননি। তোমরা যা কিছু করো, তা কেবল নিজের জন্যই। আল্লাহ সব কিছু জানেন এবং তোমরা যা করো তার হিসাব নেবেন।
আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে সহজপথে পরিচালিত করেন। আল্লাহওয়ালা মানুষরা প্রতিটি দুঃখের মধ্যেও আশা খুঁজে পান, প্রতিটি চ্যালেঞ্জে তাঁর করুণা অনুভব করেন তাঁর প্রেমের পথে যারা হাঁটে তারা কখনই হারিয়ে খালি হাতে ফেরে না।