#Quote

এক মুঠো বিকেল দিও, দিও কিছু সন্ধ্যা তোমার খোঁপায় বেঁধে দিবো গোলাপ কিংবা রজনীগন্ধ।

Facebook
Twitter
More Quotes
দিনশেষে সন্ধ্যা নামে। সেজন্যই হয়তো সুখের পরে দুঃখ আসে।
কাউকে গোলাপ দেওয়াটা ভালোবাসা নয় তাকে গোলাপের মতো যত্ন করে রাখাটাই ভালোবাসা।
অন্ধকারের আকাশ বুনে সন্ধ্যে হোক নীল খামে, যারা হারায় রূপকথায় ফেরেনা কি তারা অতীত নিলামে?
এক মুঠো মিষ্টি রোদ, এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন, শিশুর কোমলতা আর আমার হৃদয় রাঙানো ভালোবাসা দিলাম তোমায়
গোলাপের পাপরি সব গেছে যে ঝরে বাগান আজ শুন্য তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন
আমরা দেখেছি যারা বুনো হাঁস শিকারীর গুলির আঘাত এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্‌্র নীল জোছনার ভিতরে, আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত, সন্ধ্যার কাকের মতো আকাঙক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে; শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে — ফিরে ইহাদের চিহ্ন বারোমাস - জীবনানন্দ দাশ
তুমি হয়তো সুখেই আছো সবারই মাঝে কিন্তু আমি তো ভালো নেই সকাল, সন্ধ্যা- সাজে।
সন্ধ্যা নামলে আকাশ খোঁজে লাল আভা, আর আমার মন তোমায় খোঁজে, যেন প্রতিটা ছায়ার ফাঁকে লুকিয়ে আছে তোমার স্পর্শ।
কোন এক শীতের সন্ধ্যায় আমার দুহাত ভাপা পিঠার উষ্ণতায় ভরে উঠবে। অবশ্য সেই উষ্ণ হাতে তোমার হাত রাখার জায়াগা ও থাকবে।
সকাল হলে এসো তুমি , শিশির কণা হয়ে .. সন্ধ্যা হলে এসো তুমি , রক্ত জবা হয়ে .. রাত হলে জ্বলো তুমি , জোনাকি হয়ে .. সারা জীবন থেকো তুমি , আমার বন্ধু হয়ে