#Quote

শবে বরাত হলো আত্মশুদ্ধির রাত। আসুন, আল্লাহর রহমতের আশায় বেশি বেশি ইবাদত করি, পাপ থেকে মুক্তির প্রার্থনা করি। শবে বরাত মোবারক!

Facebook
Twitter
More Quotes
একটি মানুষ খুন কোরে এই তো এলাম আমি প্রার্থনা ঘরে, দ্যাখো শরীরে আমার কি মধুর আতরের ঘ্রান কি মোহন স্বর্গীয় শোভা সারা অবয়ব জুড়ে, আহা, ঈশ্বরই সব মংগল করেন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মহান আল্লাহ তায়াল ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মোহাম্মদ সঃ
আল্লাহ বান্দা সবাই সমান, ধনী গরীব সমাজের তৈরি।
জন্ম-মৃত্যু-হায়াত-মাউত আল্লাহর দান।আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন এটা যাচাই করার জন্য যে, আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম আর কে অধম। জন্মিলে মরিতে হয় রাখিও স্মরণ। সময় থাকিতে প্রভুকে করে নাও আপন। শুভ জন্মদিন প্রিয়। তোমার আগামী দিনগুলো প্রভুর আনুগত্যের ভিতরে কাটুক এই কামনা
নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম।
মানুষের মন কবরস্থানের মতো, বিতরে কি চলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।
প্রার্থনা করি, এই ঈদ তোমার জীবনে অসীম আনন্দ, শান্তি ও ভালোবাসা নিয়ে আসুক। আগাম শুভেচ্ছা—ঈদ মোবারক!
আল্লাহ যে স্থানে থাকতে নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকার জন্য আল্লাহর আদেশ রয়েছে সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বন্ধন হল বৈধ বিয়ের বন্ধন।
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)