#Quote
More Quotes
শুভ জন্মদিন আমার দ্বিতীয় মা, আকজকের এই দিনে তুমি পৃথিবীতে এসে আমাদের ঘরকে যেই ভাবে আলোকিত করেছ, দোয়া করি আল্লাহ যেনো তোমার জীবন ও টিক সেভাবে আলোকিত করে রাখেন।
আল্লাহ ভরশা, এই কথাটার মাঝে যে কতটা শান্তি খুঁজে পাই, সেটা একমাত্র মহান আল্লাহ তায়ালা জানেন।
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
এমন একটি জীবন গড়ে তুলি, যা আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে, এবং সেই সাথে অন্যদেরও ভালো রাখে।
আজকের রাতে, নেক আমলের প্রতিজ্ঞা করুন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করুন
যারা অন্যদের মন কাড়তে এমন কিছু বিষয় দাবী করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন।
রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ - আল হাদিস
তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই, যে সবচেয়ে বেশি তাকওয়া (আল্লাহর প্রতি ভয়) ধারণ করে।
আমি আশা করি আপনি এই চমৎকার রাতে আপনার সহকর্মী মুসলমানদের জন্য প্রার্থনা করার কথা মনে রাখবেন। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর রহমত বর্ষণ করবেন। শবে বরাত মুবারক।
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)