#Quote
More Quotes
রমজানের প্রতিটি রাতই দামি, আর শবে কদর তার মাঝে সেরা! দোয়া ও ইবাদতে কাটাই রাতগুলো।
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মুবারক।
কেউ কারো পাপের বোঝা বহন করবে না। [সূরা ইসরা ১৭:১৫]
আলহামদুলিল্লাহ! রমজান মাসেই আমরা সবাই রোজা রাখবো
এই জুমার দিনে, হোক পাপ মোচন, হোক মনে প্রশান্তি… আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। জুম্মা মোবারক!
কিছু নাম লেখা ছিল বালির উপর । পাশাপাশি হেঁটেছিল বেশ কিছু পায়ের ছাপ । সমুদ্র ধুয়ে নিয়ে গেছে, সব তার বুকে । ঢেউ এসে ধুয়ে গেছে, জমানো যত পাপ |
যখন কোন মুমিনের উপর একটি কাঁটা লাগে, আল্লাহ তার পাপগুলো মাফ করে দেন।
আজ আমার জন্মদিন নয়, আজ আমার গুনাহর হিসাবের আরেকটা বছর হে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আমি ভিতরে ভিতরে কতটা পাপ করেছি আজ জন্মদিনে তুমি আমাকে এমন বানিয়ে দাও যেন আমি তোমার দিকে ফিরে আসি।
চাঁদের আলোয় যেন মিশে আছে রহমতের বার্তা। মাহে রমজান আমাদের জন্য বরকত নিয়ে এসেছে। চলুন আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই। আল্লাহ আমাদের রোজা কবুল করুক। আমিন।
রমজান মানেই রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা। এ মাসে বেশি বেশি ইবাদত করি।