#Quote
More Quotes
إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল,পরম দয়ালু..!! (সূরা আল-বাকারা:১৭৩)
যে আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য কোনো দুশ্চিন্তা নেই।
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)
তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো, তবে তা আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নাও। –ইবনুল কাইয়্যিম
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহর সত্তা নিয়ে না। – (ইবনে আব্বাস রা.)
আল্লাহ কাউকে ঠকান না যতটুকু নিয়ে নেন তার থেকেও হাজার হাজার গুণ ফিরিয়ে দেন I
আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়। — সুরা নিসা, আয়াত : ২৯
আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান। আল্লাহই আপনার পথের সবকটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ।
নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট। বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।