#Quote
More Quotes
আজ পবিত্র লাইলাতুল বরাত। আল্লাহ সবার জীবনের অতীত ও বর্তমানের সকল গুনাহ মাফ করুক।
রাতের নিস্তব্ধতা মনে করিয়ে দেয়, দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত ও ক্ষমা চিরন্তন, তিনিই একমাত্র আশ্রয়।
তওবা করতে লজ্জিত হয়ো না। -মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহ্’র ক্ষমা অনেক বড়।
মানুষের কাছে গুনাহ মোচনের, সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা।
মহান আল্লাহ যেন আমার মামার জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনি আমার মামাকে আপনার জিম্মায় রাখবেন।
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো,কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোচট খায়না, ছোট পাথরের সাথে খায়।
শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। -শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ।
রমজানে আমাদের জিহ্বা, মন ও চোখকে সব ধরনের গুনাহ থেকে হিফাজত করা উচিত । আসুন, আমরা আমাদের ইবাদত ও আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।
মানুষ তার গুনাহ কারণে। রিজিক থেকে বঞ্চিত হয়।