#Quote
More Quotes
মৃত্যু আল্লাহর হুকুম, যেটি কোন মানুষ পরিবর্তন করতে পারে না।
সৌন্দর্যের আলাদা কোন রং নেই আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর-!
যেখানে মানুষের আশাভঙ্গ হয়, সেখানে আল্লাহর রহমত শুরু হয়। তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখো।
আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে সম্পন্ন করো। আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। যদি তারা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের তাঁর অনুগ্রহে সচ্ছল করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যশীল, সর্বজ্ঞ।
মহান আল্লাহ যেন আমার মামার জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনি আমার মামাকে আপনার জিম্মায় রাখবেন।
আজ এই পবিত্র শবেবরাত উপলক্ষে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করুক ( আ-মীন )
আল্লাহ তার বান্দাদের উপকার করতে চান, তবে বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করেন। -(আবু দাউদ)
হাজার হাজার শুকরিয়া ঐ মহান আল্লাহর আল্লাহর কাছে। জিনি তোমাকে আমাদের জীবনে প্রিয়জন হিসেবে পাঠিয়েছেন মহান আল্লাহ তোমাকে একজন ভালো মানুষ বেচে থাকার তৌফিক দান করেছেন।
হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল অর্থাৎ “আমার জন্য আমার আল্লাহ’ই যথেষ্ট।
জন্ম-মৃত্যু-হায়াত-মাউত আল্লাহর দান।আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন এটা যাচাই করার জন্য যে, আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম আর কে অধম। জন্মিলে মরিতে হয় রাখিও স্মরণ। সময় থাকিতে প্রভুকে করে নাও আপন। শুভ জন্মদিন প্রিয়। তোমার আগামী দিনগুলো প্রভুর আনুগত্যের ভিতরে কাটুক এই কামনা