#Quote
More Quotes
ইচ্ছে গুলো পূরণ হয়না বলে মন খারাপ করিনা, কারন আমি জানি, আল্লাহ সবসময় উত্তম জিনিস দেন
পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে!
তুমি শুধু আমার বোন ছিলে না, তুমি ছিলে আমার বন্ধু, আমার সাহস, আমার ছায়া। আজ আল্লাহ আমার কাছ থেকে আমার বোন নিয়ে গেলেন। কিভাবে তোমাকে ছাড়া থাকতে হবে আমার জানা নেই বোন আমার। আল্লাহর কাছে চাই আল্লাহ আমার বোনকে আপনি আপনার জান্নাতে জায়গা দিয়েন।
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে। - সহীহ মুসলিম
ঈদ মোবারক! আমাদের সকল দোয়া আল্লাহ কবুল করুন এবং আমাদের জীবনে সুখ ও শান্তি এনে দিন।
আল্লাহ, আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।
আউয়াল ওয়াক্তে অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা খুশী হন। - আল হাদীস
রমজান আমাদের জীবনকে বদলে দেওয়ার এক মোক্ষম সময়। আসুন, আল্লাহর পথে ফিরে আসি।
إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান..!! (সূরা আল-বাকারা:২০)
রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন। — আল হাদিস