More Quotes
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন..!! (সূরা আল-ইমরান:৭৬)
বৃষ্টি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে এক অমূল্য আশির্বাদ।
আল্লাহ তোমার জীবনকে নূরের আলো দিয়ে আলোকিত করুন। তোমার সব সংকল্প পূর্ণ হোক আল্লাহর রহমতে।
إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল,পরম দয়ালু..!! (সূরা আল-বাকারা:১৭৩)
নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। [সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ]
তুমি আল্লাহকে খুশি করো আল্লাহ তোমাকে খুশি করবেন।
আল্লাহ যে স্থানে থাকতে নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকার জন্য আল্লাহর আদেশ রয়েছে সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।
যার কাঁধে ভরসা ছিল, সেখানেই হালকা করে ছুরি বসায় মানুষ।
হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট। বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।
জন্ম-মৃত্যু-হায়াত-মাউত আল্লাহর দান।আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন এটা যাচাই করার জন্য যে, আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম আর কে অধম। জন্মিলে মরিতে হয় রাখিও স্মরণ। সময় থাকিতে প্রভুকে করে নাও আপন। শুভ জন্মদিন প্রিয়। তোমার আগামী দিনগুলো প্রভুর আনুগত্যের ভিতরে কাটুক এই কামনা