#Quote
More Quotes
নিশ্চয়ই আল্লাহ প্রতারণাকারীদের ভালোবাসেন না। -(আল-কুরআন, সূরা আল-আনফাল: ৫৮)
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ’ এ সাক্ষ্য দেয়া ।
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
হাজারো মানুষ অপেক্ষা করে একজন বীরের, আপনি হতে পারেন সেই বীর, যে রক্ত দিয়ে জীবন বাঁচায়।
সৌন্দর্যের আলাদা কোন রং নেই আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর !
বাবার সন্তুষ্টিতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট আর বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। (আল হাদিস)
আজকের রাতে, দরিদ্র ও অভাবীদের পাশে থাকুন। তাদের সাহায্য করুন, আল্লাহর রহমত লাভ করুন।
রমজানের চাঁদ দেখা মানে আমাদের জন্য রহমতের দ্বার খুলে যাওয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই সুযোগ যেন আমরা এই রমজান মাসে কাজে লাগাতে পারি।
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য । — তিরমিজি
আপনার সম্পদের সেরা অংশ দিয়ে দান করুন, কারণ আল্লাহ সর্বদা দান গ্রহণ করেন। (সহীহ বুখারি)