#Quote

মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য! আর আমার আল্লাহ, অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য।

Facebook
Twitter
More Quotes
আল্লাহর স্মরণই হৃদয়ের সবচেয়ে বড় সান্ত্বনা।
আল্লাহ আমিও যেন আমার বাবার মত একজন সাহসী যোদ্ধা হতে পারি।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
অনেক কিছুু জীবন থেকে হারিয়ে গেছে! তবুও কোনো অভিযোগ নেই! কারণ আল্লাহ একদিন এর চেয়ে উত্তম জিনিস দেবেন।
বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা।
যে আল্লাহর উপর নির্ভর করে, তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। – হাসান বসরী (রহ.)
সূর্য ঠিক সময়ে ওঠে, চাঁদ ঠিকমতো ঢলে পড়ে…কারণ আল্লাহর সৃষ্টি অনন্ত নিয়মে বাঁধা।
সূরা আলে ইমরান, আয়াত ১৩: তোমরা নিজে শান্তি পাও কারণ আল্লাহ তোমাদের সাথে রয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেওয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কোরআন অধ্যয়ন করেন, অতীতের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন বুখারী ও মুসলিমে এবং আল্লাহর এবাদত করেন। — ইমাম আয-যাহাবী (রাহিমাহুল্লাহ)
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জিবন কাটিয়েছেন। – হযরত মোহাম্মদ (সঃ)