#Quote

মন-কেড়ে-নেওয়া মায়াবী বিকেল বিছিয়েছে জাল নিপুণ নেশায়। গেল গেল সব, ভেঙে গেল সন, উল্লাসে ঢালা এই অরণ্য আবার, আবার; শেষবার বুঝি ভালবেসে নেবে। শিরীষে শিমূলে কথা চলে আর। ডালে-ডালে নামে লজ্জার লাল, লাগে থরোথরো শিহরন, তার কপালে তীব্র সিঁদুরের জ্বালা জ্বলে ওঠে।

Facebook
Twitter
More Quotes
এই বিকেলটা যেমন নরম, তেমনই গোধূলির আলোয় রঙিন, যেন একটা নিঃশব্দ সুর।
আজকের বিকেলটা বড় সুন্দর, তাই না? কালও এমনটি ছিলো। চিরকাল যদি এমন থাকে? তাহলে বড় একঘেয়ে লাগবে।
আমার এ ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনা এ শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন‌‌‌ আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো
বিকেলে প্রকৃতির সাথে মিশে যাওয়া , এ যেনো আমার কাছে আরেক ভালোবাসা। যে ভালোবাসায় আমি পাগল হয়ে থাকি।
আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো! আজ এলো কোন অজানা বিকেল! গান দিলো গোধূলি এক মুঠো।
পাহাড়ের চূড়ায় তুই বসে রয়েছিস দুহাত বাড়িয়ে! গোধূলি আলোয় রাঙিয়ে নিকোনো বিকেলটা রয়েছে সাজিয়ে
গোধুলীর বিকেলে, তুমি আমি আর প্রকৃতিক সৌন্দর্য, এ যেনো পৃথিবীর স্বর্গীয় সুখ। এই স্বর্গে তোমাকে জীবন সঙ্গী করে জীবনের বাকি সময় কাটাতে চাই।
বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়, বিকেল মানে ক্রিকেট-ফুটবল আর সবুজ মাঠের চিৎকার।
জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমে।
একলা বিকেল আর তোমার অভাব দুটোই কেমন জানি চেপে বসে বুকে।