More Quotes
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।
হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
শহর জুড়েই কৌতূহল, মৌনতা সব ভীড় বাঁকে, দুদিন ধরে পড়ছি কেবল, তোমার চোখে মির্জাকে।
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
কত ছলে কত বলে তোমার কাছে আসি, তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।