#Quote

হারিয়ে যাওয়া নিঃস্ব ছেলে। এই অন্ধকারের দ্বীপে, চাঁদের মতোই লেপ্টে থাকুক তোর কপালের টিপে।

Facebook
Twitter
More Quotes
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
কাজল চোখে মাঞ্জা দিলে আর বুকের ভেতর ছুরি, তোমার ঠোঁটেই কাটলো শেষে। এই বালকের ঘুড়ি।
কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে, তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।
তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি, নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
কত ছলে কত বলে তোমার কাছে আসি, তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর