#Quote

পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর

Facebook
Twitter
More Quotes
ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে
আমি ছিলাম বৃষ্টি..! তুমি মেঘের গর্জন শুনে পালিয়েছিলে।
নদী তোমার স্রোতের ধারায় সব অভিযোগ ভাসিয়ে দিলাম..! আকাশ তোমার মেঘের ভেলায় সব অভিমান উড়িয়ে দিলাম।
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে, আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
জলের খেলা, জলের বর্ষণ বৃষ্টির কনা, মেঘের ক্রন্দন আকাশ গোমরা, রঙধনু হেসে বৃষ্টির পর কাঁদা মেখে গরমের শেষ শীতলতার বেশ
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া