#Quote
More Quotes
নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।
ঈদ মোবারক! আপনার প্রতিটি দিন আল্লাহর আশীর্বাদে পূর্ণ হয়ে উঠুক।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ আসমান ও জমিনের নূর..!! (সূরা আন-নূর:৩৫)
কষ্টের পরই স্বস্তি আসে এটা আল্লাহর প্রতিশ্রুতি।
ঈদে আমাদের জীবন আল্লাহর রহমতে পূর্ণ হয়ে উঠুক।
কোন ব্যক্তি যখন নামাজে দাড়ায় তখন আল্লাহপাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন। আর যখন সে নামাজ থেকে সরে যায়, তখন আল্লাহও মনোযোগ সরিয়ে নেন। - আল হাদিস
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়। — সুরা নিসা, আয়াত : ২৯
ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা।